যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি (এইডস) আক্রান্ত এক নারীর সিজারিয়ান অস্ত্রোপচারে পুত্রসন্তানের জন্ম হয়েছে। রোববার (১ জুন) সকালে এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সংক্রমণ ঝুঁকি এড়াতে সাত সদস্যের বিশেষ মেডিকেল টিম এই অস্ত্রোপচারে অংশ নেয়। মা ও নবজাতক উভয়েই বর্তমানে সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, তিন মাস আগে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর শরীরে এইচআইভি শনাক্ত হয়। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কারণে চিকিৎসকরা সিজারিয়ান পদ্ধতির সিদ্ধান্ত নেন।
এই সফল অস্ত্রোপচার ও চিকিৎসকদের পেশাদারিত্ব যশোর জেনারেল হাসপাতালে প্রশংসার পরিবেশ তৈরি করেছে।
একুশে সংবাদ / য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

