AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:২৬ পিএম, ৭ মে, ২০২৫

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

ক্রিকেটের অভিজাত ও ঐতিহাসিক ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়ক রোহিত শর্মা। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার মাধ্যমে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত।

ভিডিওতে রোহিত বলেন, “হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল আমার জন্য পরম সম্মানের বিষয়। বছরের পর বছর আমাকে যারা সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা।”

টেস্টে ভারতের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন রোহিত। সেঞ্চুরি করেছেন ১২টি, ফিফটি ১৮টি। সব মিলিয়ে সংগ্রহ করেছেন ৪ হাজার ৩০১ রান। তবে বরাবরই ওয়ানডে ফরম্যাটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রোহিত। একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে করা ২৬৪ রানের ইনিংসটি আজও রেকর্ড।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২৭৩ ম্যাচ খেলে ১১ হাজার ১৬৭ রান করেছেন রোহিত, যার মধ্যে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি ফিফটি। ২০২3 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকেও অবসর নিয়েছিলেন এই ওপেনার।

টেস্ট ছাড়লেও ওয়ানডে ফরম্যাটে খেলে যাওয়ার কথা জানিয়েছেন রোহিত, যা আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে তার পরিকল্পনার ইঙ্গিতও হতে পারে।

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তার এমন ঘোষণা ক্রিকেটবিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 

একুশে সংবাদ/যু/এ.জে

Shwapno
Link copied!