AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, লাশ ফেরত আনার চেষ্টা বিজিবির



কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, লাশ ফেরত আনার চেষ্টা বিজিবির

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং লাশ ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের প্রদীপ বৈদ্য সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের ত্রিপুরার কৈলাশহর এলাকার দেবীপুর সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে তার মরদেহ কৈলাশহর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রদীপের বড় ভাই জয়ন্ত বৈদ্য বলেন, “আমার ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। আমরা সরকারের কাছে মরদেহ দ্রুত ফেরতের দাবি জানাচ্ছি।”

স্থানীয় ইউপি সদস্য ও বিজিবি সূত্র জানায়, লাশ ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। কুলাউড়া থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি তদন্তের পাশাপাশি মরদেহ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা চলছে।”

 

একুশে সংবাদ /মৌ.প্র/এ.জে

Link copied!