AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রোয়েশিয়ার দল ঘোষণা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৭ পিএম, ২১ মে, ২০২৪

ক্রোয়েশিয়ার দল ঘোষণা

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচের নেতৃত্বে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো দালিচ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে সম্ভবত এটাই মদরিচের শেষ বড় কোন টুর্নামেন্ট।

৩৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ঐতিহাসিক দ্বিতীয় স্থান লাভ করেছিল। এরপর ২০২২ কাতার বিশ্বকাপেও মদরিচের দল তৃতীয় স্থান পায়।গত বছর নেশন্স লিগের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছিল ক্রোয়াটরা। জাগড়েবে এক সংবাদ সম্মেলনে দালিচ বলেছেন, ‘ক্রোয়েশিয়ার পক্ষে খেলতে মদরিচ সবসময়ই মুখিয়ে থাকে। সে আমাদের নেতা।’

ক্রোয়েশিয়ার সবচেয়ে সফল কোচ দালিচ ২০১৭ সালে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হওয়া এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে তার দলকে নিয়ে বিশাল প্রত্যাশার চাপ রয়েছে। আগামী ১৫ জুন গ্রুপ-বি’র প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন। এরপর গ্রুপ পর্বে তারা আলবেনিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে তারা।

রোববার উত্তরাঞ্চলীয় বন্দর নগরী রিজেকাতে অনুশীলনের জন্য রিপোর্ট করবে খেলোয়াড়রা। এখানেই আগামী ৩ জুন নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে ক্রোয়েশিয়া। পাঁচ দিন পর লিসবনে আরেক ম্যাচে তারা পর্তুগালের মোকাবেলা করবে।  

স্কোয়াড:

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিচা ইভুসিচ, নেডিলকো লাব্রোভিচ

ডিফেন্ডার: ডোমাগো ভিদা, জোসিপ জুরানোভিচ, জাসকো গাভারদিওল, বোর্না সোসা, জোসিপ স্টানিসিচ, জোসিপ সুটালো, মার্টিন আর্লিক, মারিন পোনগ্রাসিচ

মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিস পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভরো মায়ার, লুকাস ইভানুসেক, লুকা সুচিচ, মার্টিন বাটুরিনা

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মার্কো পাকা, আন্টে বুডিমির, মার্কো পাসালিচ।

স্ট্যান্ড-বাই: বোর্না বারিসিচ, ডুয়ে কালেটা-কার, ক্রিস্টিয়ান জাকিচ, ডোমিনিক কোটারস্কি, টনি ফ্রুক, মারিন লুবিসিচ, ইগর মাটানোভিচ, নিকো ক্রিস্টিয়ান সিগার, পিটার সুচিচ।

 

একুশে সংবাদ/এস কে

 

Link copied!