কোটচাঁদপুরের মিতালী সাহিত্য সংসদ শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে দুই কৃতি শিক্ষার্থী—রোদসী রায়ানা (তরিতা) ও মেহজাবিন প্রতিভাকে গুণীজন সংবর্ধনা দিয়েছে।
মিতালী সাহিত্য সংসদ দীর্ঘদিন ধরে কোটচাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন আলোকিত করছে এবং এই প্রতিষ্ঠান থেকে অনেক গুণী শিল্পী, লেখক ও সৃজনশীল শিক্ষার্থী বের হয়েছেন। এ বছর তরিতা ও প্রতিভার কৃতিত্ব প্রতিষ্ঠানটিকে আরও উজ্জ্বল করেছে।
রোদসী রায়ানা (তরিতা) এ বছর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান **“নতুন কুড়ি”**তে খুলনা বিভাগ থেকে অংশগ্রহণ করেন। খুলনা বিভাগের সেরা পাঁচে উঠে তিনি ঢাকায় সেরা দশের জার্নিতে যান এবং আধুনিক গানে দেশের তৃতীয় স্থান অর্জন করেন। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মিতালী সাহিত্য সংসদ তার হাতে সংবর্ধনা তুলে দেয়।
অন্যদিকে, মেহজাবিন প্রতিভা জাতীয় গণিত উৎসবে অংশগ্রহণ করে প্রথম রানারআপ হওয়ার সাফল্য অর্জন করেছেন। এই কৃতিত্বের জন্যও তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিতালী সাহিত্য সংসদের সভাপতি সুব্রত ব্যানার্জী বাপী। প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব অসিত ঘোষ, চিত্রকর কে. এন. ওয়াছেউল আলম। এছাড়া বক্তব্য রাখেন তারিকুজ্জামান টুটুল ও উত্তম কুমার।
সংগঠন থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে তাদেরকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন এথেনা ব্যানার্জী সূচি, জারিফ রহমান এবং সংগীতগুরু খাজা সামাদুল্লাহ টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মিতুল সাইফ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

