AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে প্রভিডেন্ট ফান্ড বকেয়ার পরিশোধ দাবিতে শ্রমিকদের মানববন্ধন



শ্রীমঙ্গলে প্রভিডেন্ট ফান্ড বকেয়ার পরিশোধ দাবিতে শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ড বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতী চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সকালে সাতগাঁও চা-বাগানের দুর্গামন্দির সংলগ্ন সড়কে দুই ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতগাঁও চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কাজল কালিন্দী, সাধারণ সম্পাদক সুদীপ কৈরী, মাকড়িছড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কাশী নারায়ণ গড়, সাধারণ সম্পাদক বিমল সাঁওতাল, ইছামতী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য স্বাধীন চাষা, পঞ্চায়েত সদস্য মন্টু কুর্মী, ইউপি সদস্য ঈশ্বর কালিন্দী, নারী ইউপি সদস্য শান্তনা বাড়াইকসহ অন্যান্য শ্রমিক নেতারা।

শ্রমিকরা অভিযোগ করেন, গত ১৭ মাস ধরে তাদের প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিলে জমা দেওয়া হয়নি। উপজেলা উপ-পরিচালক (ডিডিএল) কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও মালিকপক্ষ সময়ক্ষেপণ করে আসছে।

সাতগাঁও চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুদীপ কৈরী জানান, “১৭ মাস ধরে প্রভিডেন্ট ফান্ড জমা দেওয়া হয়নি। এর আগে ৯ মাসের বকেয়ার পরিশোধের লিখিত প্রতিশ্রæতি দিয়েও তা পালন করা হয়নি। শ্রমিকদের সীমিত আয়ের এই ফান্ডই তাদের একমাত্র সঞ্চয়। সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।”

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, “৯ মাস বকেয়ার সময় ব্যবস্থাপক লিখিতভাবে তিন মাসের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রæতি দিয়েছিলেন। কিন্তু এখন প্রায় ১৭ মাস পার হয়ে গেছে, তবুও বকেয়া রয়েছে। মালিকপক্ষের টালবাহানা বন্ধ না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান,স “ধাপে ধাপে প্রভিডেন্ট ফান্ড অফিসে টাকা পাঠানো হচ্ছে এবং আগামী জানুয়ারির মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!