আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নজিবর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা, জেলা সেক্রেটারি জেনারেল আল মাছুদ খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর সেক্রেটারি জেনারেল আবু তালিব ফরাজি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ইসলামভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হামিদ বলেন, “দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।”
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাওলানা হামিদ। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এলাকার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে অগ্রাধিকার দেবেন।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

