AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন কারস্টেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৭ পিএম, ১৬ মে, ২০২৪
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন কারস্টেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের সযোগ দেখছেন দলটির দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন। তিনি জানান, দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা থাকলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাবর-রিজওয়ানদের। 

গেল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী ১৯ মে লিডসে দলের যোগ দিবেন তিনি। ২২ মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে তিনদিন সময় কাটানোর সুযোগ পাবেন কারস্টেন।  

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে পাকিস্তান। আগামী ৬ জুন বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকরা। আসন্ন বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যি একটি রোমাঞ্চকর সময়। সাফল্য অর্জনের জন্য নতুন প্রশাসন ও খেলোয়াড়দের একত্রে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সামর্থ্য দেখানো ও শক্তিশালী দল হিসেবে নিজেদের অতীত অর্জনকে ধরে রাখার দারুন এক সুযোগ।’

বিশ্বকাপের মত বড় মঞ্চে সাফল্যের জন্য দলীয় পারফরমেন্স ও পরিকল্পনার প্রয়োজন আছে বলে জানান কারস্টেন। তিনি বলেন, ‘সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা এবং একে অপরের প্রতি দারুন সমর্থনের উপর সাফল্য নির্ভর করে। শিরোপার জন্য অন্য ১৯ টি দলের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক পারফরমেন্স করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে হবে।’ 

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক কোচ কারস্টেন আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতাকে মিস করছি আমি। যেখানে প্রতিভাবান খেলোয়াড়দের সেরা পর্যায়ে পৌঁছাতে তাদের দেখভাল করা হতো। খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি জন্য এবং সারা বিশ্বের ভক্তদের আনন্দ দিতে আমি দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

কাস্টেনের সাথে পাকিস্তানের কোচিং প্যানেলে সাইমন হেলমটকে মেন্টাল পারফরমেন্স এবং ডেভিড রিডকে ফিল্ডিং কোচের দায়িত্বে রাখা হয়েছে। পিসিবি জানিয়েছে, ২০ মে দলে যোগ দেয়ার পর বিশ্বকাপের শেষ পর্যন্ত কাজ করবেন রিড। এদিকে ৩১ মে দলের সাথে যুক্ত হবেন হেলমেট। বর্তমানে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন আফতাব খান। হেলমট দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে দলে হাই-পারফরমেন্স কোচের দায়িত্ব নিবেন আফতাব।

একুশে সংবাদ/এস কে  

Link copied!