আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পর প্রায় সব দেশই তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। দল ঘোষণার মতো বিশ্বকাপ জার্সি উন্মোচনের ক্ষেত্রেও দেরি করছে বিসিবি। বিশ্বকাপের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও দুই এক দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
দেশের এক গণমাধ্যমকে টিটু বলেছেন, ‘জার্সি উন্মোচন হবে, আলাপ-আলোচনা চলছে। দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
এদিকে গতকাল মধ্যরাতে আমেরিকার উদ্দেশে রওনা করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি হিসেবে তারা স্বাগতিক দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তার আগে টাইগারদের বিশ্বকাপ জার্সির উন্মোচন নিয়ে দেরি হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।
একুশে সংবাদ/ডে বা/এস কে
আপনার মতামত লিখুন :