AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসজির কোচ হিসেবেই থাকছেন এনরিকে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৭ পিএম, ৯ মে, ২০২৪
পিএসজির কোচ হিসেবেই থাকছেন এনরিকে

সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেবার পরও আগামী মৌসুমে পিএসজির ম্যানেজার হিসেবে বহাল থাকছেন লুইস এনরিকে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ে কোচকে পদ থেকে অব্যহতি দেবার অতীত ইতিহাস পিএসজির রয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে এনরিকের কাজে ক্লাব কর্তৃপক্ষ খুশী এবং তার উপরই ভবিষ্যতেও আস্থা রাখতে চায়।

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে পিএসজিতে এসেছিলেন। দ্রæতই তার সাথে চুক্তি নবয়ানের বিষয়ে ক্লাব আলোচনা শুরু করবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এবারের মৌসুমে প্যারিসের সমর্থকদের কাছেও জনপ্রিয় ছিলেন এনরিকে। এমনকি কিছু পাগল সমর্থক প্রতি ম্যাচেই তার সমর্থনে সারাক্ষন চিৎকার করে উৎসাহ যুগিয়েছে।

আগামীবার অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এগিয়ে যাওয়াটা একটু কঠিনই হবে। দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমবাপ্পে বিহীন পিএসজিকে এনরিকে কতটুকু এগিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

এনরিকে অবশ্য কখনই তারকা খেলোয়াড়দের পিএসজি ছাড়ার ব্যপারে কোন বাঁধা দেননি। গত গ্রীষ্মে পার্ক ডি প্রিন্সেস ছেড়ে চলে গেছেন নেইমার, মার্কো ভেরাত্তি। এতে এনরিকের কোন আপত্তি ছিলনা। তার পরিবর্তে দলের স্পিরিট ও ঐতিহ্য ধরে রাখতে তিনি সবসময়ই চেষ্টা করে গেছেন।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও পিএসজির সামনে এখনো ফেঞ্চ কাপ জয়ের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই লিগ ওয়ানের শিরোপা জয় করা পিএসজি আগামী ২৫ মে লিঁওর বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হবে। এছাড়া এনরিকের অধীনে আগেই নিশ্চিত হয়েছে ফেঞ্চ সুপার কাপের শিরোপা।

একুশে সংবাদ/এস কে 

Link copied!