AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুরু হচ্ছে কোটি টাকার সুপার কাপ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৮ পিএম, ২ মে, ২০২৪

শুরু হচ্ছে কোটি টাকার সুপার কাপ

এক দশকের বেশি সময় পর আগামী মৌসুমে আবার ফিরছে সুপার কাপ। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল নিয়ে আসর আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে পেশাদার লিগ কমিটি। তবে বুধবারের সভায় সুপার কাপসহ নতুন মৌসুমের ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে।

২০২৩-২৪ ফুটবল মৌসুম শেষের অপেক্ষায়। এর মধ্যে চূড়ান্ত হলো নতুন মৌসুমের ক্যালেন্ডার। আগামী ১ জুন থেকে দলবদল শুরু হবে। সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াবে খেলা। ক্যালেন্ডারের সবচেয়ে বড় চমক সুপার কাপ।

সবশেষ ২০১৩ সালে মাঠে গড়ানো আসরটির মতো চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কোটি টাকা হবে কি না, তা পৃষ্ঠপোষক নিশ্চিতের ওপর নির্ভর করছে। এদিকে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের ভেন্যুতে পরিবর্তন নেই। যদিও ক্লাবগুলোর জন্য নতুন করে বেছে নেয়ার সুযোগ থাকছে।

এদিকে ফেডারেশন কাপ আর স্বাধীনতা কাপের ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। সংস্কার দোলাচলে পরিকল্পনায় নেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। শীর্ষ লিগে ক্লাবগুলোর দল গড়ার নির্দেশনায় কিছুটা পরিবর্তন এসেছে। একাদশে অবশ্যই অনূর্ধ্ব-১৮ বা ১৬ বয়সী ফুটবলাকে রাখতে হবে।

এছাড়া, ২৩ জনের স্কোয়াডে এক বিদেশি বেড়ে থাকতে পারবে ৫ জন। তবে আগের মতো মাঠে নামতে পারবে ৪ জন। বুধবারের সভায় চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিল অনুমোদন, ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ ও ১৬ দলের টুর্নামেন্টের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

একুশে সংবাদ/এস কে    
 

Shwapno
Link copied!