AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা’


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৪
আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা’

টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বাবর আজমের স্ট্রাইক রেট মানানসই নয়, এমন অভিযোগ পুরোনো। দারুণ ব্যাটিংয়ের জন্য বাবর প্রশংসিত হলেও সমালোচিত হন স্ট্রাইক রেটের জন্য। পাকিস্তানের এই ক্রিকেটার জানান, তিনি কত দ্রুত রান তুলবেন সেটি নির্ভর করে ম্যাচের পরিস্থিতির ওপর।

ক্যারিয়ারে এখন পর্যন্ত স্বীকৃত টি-২০ তে বাবর ম্যাচ খেলেছেন ২৯০টি। প্রায় ১৩০ স্ট্রাইক রেটে রান তোলা এই ক্রিকেটার জানান, ইনিংসের শুরুতে উইকেট হারালে মেরে খেলা কঠিন। পরিস্থিতি অনুকূলে থাকলে মুক্তভাবে খেলাও সম্ভব হয় বলে মন্তব্য করেন তিনি।  

বাবর আজম আরো বলেন, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো দুইটি ভিন্ন বিষয়।’

পাকিস্তানের দলপতির কথায়, ‘আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। পরিস্থিতি অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’

তিনি বলেন, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, তখন বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেকের খেলার নিজস্ব স্টাইল আছে, আমি অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করতে পছন্দ করি না।’ 
 

একুশে সংবাদ/এস কে

Link copied!