AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়েদের এশিয়া কাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৮ পিএম, ২৬ মার্চ, ২০২৪
মেয়েদের এশিয়া কাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

ঘোষিত হল উইমেন্স এশিয়া কাপ ২০২৪-এর ক্রীড়াসূচি। গ্রুপ ও সূচি সামনে আসার পরেই নড়চড়ে বসেছেন উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরা। কেননা এশিয়া কাপের একই গ্রুপে জায়গা পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান।

২১ জুলাই খেলা হবে টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাক লিগ ম্যাচ। দুই দল যদি গ্রুপ লিগের বাধা টপকাতে পারে, তবে সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য উভয় দল ফাইনালে উঠলে খেতাবি ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে পুনরায়।

আগামী ১৯ জুলাই, ২০২৪ শুরু হবে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। চলবে ২৮ জুলাই পর্যন্ত। অর্থাৎ, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ২৮ জুলাই।

এবারের উইমেন্স এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কায়। খেলা হবে ডাম্বুলায়। গ্রুপ লিগে প্রতিদিন ২টি করে ম্যাচ খেলা হবে। লিগ পর্বের শেষে উভয় গ্রুপের সেরা ২টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এ-গ্রুপের এক নম্বর দল সেমিফাইনাল খেলবে বি-গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। বি-গ্রুপের এক নম্বর দল সেমিফাইনাল খেলবে এ-গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে।

ক‍‍`টি দল অংশ নেবে টুর্নামেন্টে:-
এবছর মেয়েদের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে। গতবার ৭টি দল নিয়ে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট। সুতরাং, গতবারের তুলনায় একটি দল এবার বেড়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে আমিরশাহি, থাইল্যান্ড, নেপাল ও মালয়েশিয়া।

উইমেন্স এশিয়া কাপের গ্রুপ বিভাগ:-
এ-গ্রুপ: ভারত, পাকিস্তান, নেপাল ও আমিরশাহি।
বি-গ্রুপ: শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচে মাঠে নামবে। তার পরেই খেলা হবে সেমিফাইনাল ও ফাইনাল।

উইমেন্স এশিয়া কাপ ২০২৪-এর সূচি:-
১. পাকিস্তান বনাম নেপাল- ১৯ জুলাই।
২. ভারত বনাম আমিরশাহি- ১৯ জুলাই।
৩. মালয়েশিয়া বনাম থাইল্যান্ড- ২০ জুলাই।
৪. শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ২০ জুলাই।
৫. নেপাল বনাম আমিরশাহি- ২১ জুলাই।
৬. ভারত বনাম পাকিস্তান- ২১ জুলাই।
৭. শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া- ২২ জুলাই।
৮. বাংলাদেশ বনাম থাইল্যান্ড- ২২ জুলাই।
৯. পাকিস্তান বনাম আমিরশাহি- ২৩ জুলাই।
১০. ভারত বনাম নেপাল- ২৩ জুলাই।
১১. বাংলাদেশ বনাম মালয়েশিয়া- ২৪ জুলাই।
১২. শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড- ২৪ জুলাই।
১৩. প্রথম সেমিফাইনাল- ২৬ জুলাই।
১৪. দ্বিতীয় সেমিফাইনাল- ২৬ জুলাই।
১৫. ফাইনাল- ২৮ জুলাই।

একুশে সংবাদ/এস কে

 

 

Link copied!