রমজানের মধ্যেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। যার প্রথমটি মাঠে গড়িয়েছে ১৩ মার্চ।
প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল অর্থাৎ প্রথম রোজার দিন সতীর্থ, কোচিং স্টাফদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেন মুশফিকুর রহিম। জানা গেছে, প্রথম রোজায় চট্টগ্রামে থাকা দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টকে ইফতার করিয়েছেন মুশফিক।
প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার একাধিক ক্রিকেটার রোজা রেখেই অনুশীলন করেন। সতীর্থদের পাশাপাশি দলের সঙ্গে যারা আছেন তাদেরও ইফতার করান মুশফিক।
উল্লেখ্য, ১৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ায়। বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচের ভেন্যুই চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম। প্রথম দুইটি ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

