AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দু‍‍`হাত না থাকা কাশ্মীরের সেই ক্রিকেটারের সঙ্গে শচিনের দেখা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
দু‍‍`হাত না থাকা কাশ্মীরের সেই ক্রিকেটারের সঙ্গে  শচিনের দেখা

সকলেই শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা করতে চান। কিন্ত স্বয়ং ‍‍`ক্রিকেটের ভগবান‍‍` নিজে যখন কারও সঙ্গে দেখা করবেন বলে উদগ্রীব হয়ে থাকেন, তিনি যে স্পেশাল হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আর সেই ‍‍`স্পেশাল‍‍` আমির হুসেন লোনের সঙ্গে দেখা করলেন শচিন। যে জম্মু ও কাশ্মীরের ছেলে আমিরের দু‍‍`হাতই নেই। পা দিয়ে বল করেন। কাঁধ এবং ঘাড় দিয়ে ব্যাটিং করেন। তাঁর সেই ইচ্ছাশক্তি এবং মানসিক দৃঢ়তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন শচিন। তাঁকে নিজের স্বাক্ষর করা ব্যাট দেন। সঙ্গে বলেন, ‘তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না।’

জম্মু ও কাশ্মীরে ছুটি কাটানোর মধ্যেই আমিরের সঙ্গে দেখা করেন শচিন। সম্ভবত তাঁর বাড়িতেই আসেন আমির। শচিনকে দেখতে পেয়েই মাথানত করে প্রণাম করেন। তাঁকে বুকে জড়িয়ে নিয়ে বসতে বলেন শচিন। তারপর খোঁজখবর নিতে শুরু করেন। শচিনও যেমন আমিরকে দেখে অভিভূত হয়ে যান, তেমনই জম্মু ও কাশ্মীরের ছেলে যে ‘ক্রিকেটের ভগবান’-কে দেখে ভাষা খুঁজে পাচ্ছেন না, সেটা তাঁর চোখেমুখেই ফুটে উঠছিল। যেন বিশ্বাস করতে পারছিলেন না যে স্বয়ং শচিনের সামনে বসে আছেন তিনি।

সেই আবেগের বিস্ফোরণের মধ্যেই নিজেকে কিছুটা সামলে আমির বলতে থাকেন, ‍‍`আজ এত আনন্দ হচ্ছে স্যার, এত আনন্দ হচ্ছে স্যার। যখনই জানতে পারলাম যে আপনি আসছেন, তখনই......।‍‍` সঙ্গে তিনি বলেন, ‍‍`জীবনে কখনও হার মেনে নিইনি। যা যা স্বপ্ন আছে, তা পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছি। ধীরে-ধীরে শিখতে থাকি। কলেজে পৌঁছাই। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। ২০১৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। আজ আমি যেখানে এসেছি, সেটা আপনার কারণেই হয়েছে। সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন আপনিই (একগাল হাসি নিয়ে)।‍‍`

সেটা শুনে শচিন বলেন, ‘তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না। আট বছরের একটা ছেলে এত বড় ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে, মানসিক ধাক্কা কাটিয়ে, জীবনে এতদূর এগিয়ে অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠার বিষয়টা বিশাল বড় ব্যাপার। তুমি হয়ত জান না যে তুমি কী করেছ।’ তা শুনে চোখের কোণটা সম্ভবত চিকচিক করে ওঠে আমিরের। তারই মধ্যে আমিরকে নিজের স্বাক্ষর করা ব্যাট এনে দেন শচিন। তাতে লেখা ছিল, ‘তুমি রিয়েল হিরো। এরকমভাবেই অনুপ্রেরণা জোগাতে থাক।’

আর আমিরের সেই লড়াইয়ে যে তিনি কতটা মুগ্ধ হয়েছেন, তা গত মাসেই জানিয়েছিলেন শচিন। ৩৪ বছরের আমিরের একটি ভিডিও রিটুইট করে শচিন বলেছিলেন, ‘অসম্ভবকে সম্ভব করে তুলেছে আমির। এই ভিডিওটা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি। খেলাটার প্রতি ওর যে কতটা ভালোবাসা এবং অধ্যবসায় আছে, তো এটা থেকেই বোঝা যাচ্ছে। আশা করছি যে একদিন ওর সঙ্গে দেখা করতে পারব আমি এবং ওর থেকে একটি জার্সি নিতে পারব। লাখ-লাখ মানুষকে অনুপ্রেরণা জোগানোর জন্য ধন্যবাদ।’ আর সেই টুইটের দেড় মাসের মধ্যে আমিরের সঙ্গে দেখা করলেন শচিন।

একুশে সংবাদ/এস কে

Link copied!