AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়ের স্বাদ পেল খুলনা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

জয়ের স্বাদ পেল খুলনা

চলছে বিপিএলের দশম আসর। যেখানে চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স। টানা পরাজয়ের মাঝে থাকা ঢাকাকে সহজে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা।জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে দুর্দান্ত ঢাকা। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় খুলনা। বাকি ছিল আরো ২৮ বল।

এদিন খুলনার হয়ে রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হন এনামুল হক বিজয়। আরেক ওপেনার এভিন লুইসও ৪ রানে ফিরলে একটু চাপে পড়ে খুলনা। তবে সেই চাপ সামাল দিয়ে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান পারভেজ ইমন ও শাই হোপ।

সাজঘরে ফেরার আগে ইমন ৪০ ও হোপ ৩২ রান করেন। মাহমুদুল হাসান জয় ২ রানে আউট হলেও জয় পেতে কোনো কষ্ট হয়নি খুলনার। অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আফিফ হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। শুরু থেকেই খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় ছিলেন ঢাকার ব্যাটাররা। মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় দলটি।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ করে রান করেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর।শেষদিকে চতুরঙ্গ ডি সিলভার অপরাজিত ১৭ রানের ক্যামিওতে বলার মতো সংগ্রহ পায় ঢাকা। সাইফ হাসান ও শন উইলিয়ামস পান গোল্ডেন ডাকের স্বাদ। খুলনার হয়ে ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি করে উইকেট নেন।

একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!