চলছে বিপিএলের দশম আসর। যেখানে চট্টগ্রাম পর্বে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।
চলতি বিপিএলে বেশ বাজে অবস্থা রাজধানীর দলটির। জয় দিয়ে আসর শুরু করলেও ক্রমেই ছন্দ হারিয়েছে ঢাকা। এরপর টানা ৯ হারের তেঁতো স্বাদ নিয়েছে তাসকিন-মোসাদ্দেকরা। ১০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে তারা।
অন্যদিকে খুলনাও দুর্দান্তভাবে আসর শুরু করেছিল। টানা ৪ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সিলেট পর্বে পাড়ি জমিয়েছিল তারা। এরপর টানা পাঁচ হারের স্বাদ নিয়েছে দলটি। ৯ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।
ঢাকা একাদশ : নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, চতুরঙ্গ ডি সিলভা, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।
খুলনা একাদশ : এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম,আরিফ আহমেদ, শাই হোপ, পারভেজ হোসেন ইমন, নাহিদুল ইসলাম, ওশেন থমাস।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

