স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর বার্সেলোনার ড্রেসিংরুম থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। কোচ জাভি হার্নান্দেজের ওপর নাকি আস্থা হারিয়েছে দলের খেলোয়াড়দের একটি অংশ।এমনটা জাভির কানে গেলে তিনি জানিয়েছিলেন, শিষ্যদের আস্থা ফেরাতে না পারলে ব্যাগ গুছিয়ে ফেলবেন বার্সা ছেড়ে চলে যাওয়ার জন্য।
তিনি কবে পদত্যাগ করবেন সেটা অবশ্য সময় হলেই জানা যাবে। তবে গতকাল কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ায় তার পদত্যাগের চাপটা যে আরো বেড়েছে, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে।
সেই চাপটা একটু প্রশমিত করতেই হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও দলকে নিয়ে গর্ব করছেন জাভি। তা না হলে দল হারার পরও কীভাবে বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল বলতে পারেন তিনি!
ম্যাচ শেষে জাভি বলেন, ‘সব বড় ক্লাবের কোচই ট্রফির ওপরই নির্ভর করে। তবে আমি গর্বিত, যেভাবে আমরা বড় দলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, বিশেষ করে তরুণ ফুটবলাররা যা করেছে। আমার মনে হয়, এটা বড় কিছু করার পথে মাত্র শুরু। আমি থাকি বা না থাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।’
গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৪-২ গোলে হেরেছে বার্সা। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে বিলবাওয়ের দুই ইনাকি ও নিকো উইলিয়ামস ২ গোল করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেন।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

