AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন কোচের নাম জানাল ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৪ পিএম, ১১ জানুয়ারি, ২০২৪
নতুন কোচের নাম জানাল ব্রাজিল

তিতের উত্তরসূরি কে হচ্ছেন, সেকথা জানা গিয়েছিল ক’দিন আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সেটিও সম্পন্ন করলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ডরিভাল জুনিয়রের নাম ঘোষণা করেছে সিবিএফ। নতুন কোচকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিবিএফ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ব্রাজিল পুরুষ জাতীয় দলের নতুন কোচ ডরিভাল জুনিয়র। রিও ডি জেনেরিওতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।’

কাতার বিশ্বকাপের পর থেকেই কোচহীন ছিল ব্রাজিল। এর ১৩ মাস পর অবশেষে স্থায়ী কোচ পেল সেলেসাওরা। তবে কতদিনের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিয়েছে সেটা অবশ্য জানায়নি সিবিএফ।

ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে ডরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সের মতো ক্লাবে কাজ করেছেন। তবে খেলোয়াড়ি জীবন তেমন সমৃদ্ধ ছিল না তার। ১৭ বছরের ক্যারিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্লুমিনেন্স ছাড়া ব্রাজিলের আর কোনো শীর্ষ ক্লাবে খেলার সুযোগ হয়নি বর্ষীয়ান এ কোচের।

এদিকে ডরিভালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। ডরিভালের হাত ধরে কক্ষপথে ফিরতে পারবে কি না, সেটিই এখন দেখার।

একুশে সংবাদ/এস কে 

Link copied!