কালীগঞ্জে ওজন পরিমাপ মানদণ্ড আইন ও সড়ক পরিবহন আইন অমান্য করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি মামলায় মোট ১১ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩৯ ধারার অপরাধে মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় তিন চালককে মোট ১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫৫০ টাকা।
আসামীরা হলেন:পৌরসভার মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার সতীশের ছেলে সজীব, নাগরী ইউনিয়নের গাড়ারিয়া এলাকার ওয়াজউদ্দিনের ছেলে মহসিন, বাহাদুরশাহী ইউনিয়নের জুগুলী এলাকার মুন্জুরের ছেলে আবু তাহের ।
ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন গাজীপুর বিএসটিআই-এর পরিদর্শক (মেট্রোলজি) মহিউদ্দিন ওয়ারেছী, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূইয়া ও আনসার সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

