AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না ওয়ার্নার!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৪ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না ওয়ার্নার!

আর একমাসও নেই ! কিছুদিনের মধ্যেই শুরু হবে ‍‍`আইএল টি২০‍‍`। ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করা সমস্ত দলগুলি শুরু করে দিয়েছে প্রস্তুতি। তবে তার আগে বড় ধাক্কা খেলো অজি শিবির। ‍‍`দুবাই ক্যাপিটালস‍‍`এর সঙ্গে চুক্তি থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ খেলতে পারবেন না দলের তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আসন্ন বেশ কয়েকটি হয়তো ওয়ার্নার নাও খেলতে পারেন। পাশাপাশি, তিনি আরও জানান যে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হলে হয়তো ও সেখানেই খেলবে, যেখানে ও বেশি টাকা পাবে।

দীর্ঘ দেড় দশকের উপর ব্যাট হাতে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। লম্বা সময় ধরে তিনি রয়েছেন দলের স্তম্ভ। সম্প্রতি, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার অজি তারকাকে নিয়ে চাপে পড়লেন স্বয়ং তাঁর দল। সামনেই ‍‍`আইএল টি২০‍‍`, যা শুরু হবে ২০ জানুয়ারি এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারিতে। এরই মাঝে ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সুতরাং দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তি থাকার জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেখা যাবে না ওয়ার্নারকে। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

তিনি বলেছেন, ‍‍`কয়েকটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় হয়তো ডেভিডকে দেখা যাবে না। কিন্তু ও বিগ ব্যাশ লিগ বরাবরই গুরুত্বের সঙ্গে খেলে। তবে আমি আশা করেছিলাম যে আসন্ন আইএল টি-২০ খেলার জন্য ও নো অবজেকশন সার্টিফিকেটের দাবি করবে।‍‍`

পাশাপাশি, তিনি আরও জানান যে আগামী দিনে ওয়ার্নার সেখানেই খেলবে যেখানে ও সবচেয়ে বেশি টাকা পাবে। গ্রীনবার্গ বলেন, ‍‍`এই জিনিসটা একেবারেই স্পষ্ট এবং কোনও সন্দেহ নেই যে আগামীদিনে ও সেই জায়গাতেই ক্রিকেট খেলবে, যেখানে ও সবচেয়ে বেশি টাকা পাবে। সত্যি বলতে গেলে আমি এটাতে কোনও দোষ ওর দেখিনা। উল্টে আমি ওকে আরও বেশি উৎসাহ দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে এমন অনেক সময় আসবে যেখানে ও হয়তো বহু আন্তর্জাতিক সফর খেলবে না। কিন্তু এগুলোতে আমাদের রাগ করলে চলবে না। এগুলোকে মেনে নিয়েই আমাদের আগামীদিনে এগোতে হবে। এখন খেলার জগৎটা এরকমই হয়ে গিয়েছে। সুতরাং এটাই স্বাভাবিক।‍‍`
 
একুশে সংবাদ/এস কে  

Shwapno
Link copied!