গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, তারুণ্য নির্ভর আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণ যদি তাঁকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে তিনি এ অঞ্চলের সাধারণ মানুষের সুখ–দুঃখের অংশীদার হয়ে মানবিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার সব ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলরদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া এবং সঞ্চালনা করেন সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় স্বার্থে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই শক্তভাবে কাজ করতে হবে।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এবার দিনের ভোট দিনেই হবে, রাতে হওয়ার কোনো সুযোগ নেই।”
২০০৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “তখন আমি চার-দলীয় জোটের প্রার্থী ছিলাম। দেখেছি—বাংলাদেশের অন্যান্য জেলায় সুষ্ঠু নির্বাচন হলেও গোপালগঞ্জ-১ আসনে তা হয়নি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়–অনিয়মের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। আমি মুসলমান–হিন্দু বিভেদে বিশ্বাস করি না; সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই কাশিয়ানী–মুকসুদপুরের মানুষ।”
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, অশোক মৃধা, মিজানুর রহমান সোহেল, ডা. রঞ্জিত, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, রাতইল ইউপির চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, সাবেক চেয়ারম্যান সুরঞ্জন বিশ্বাস, মোহাম্মদ সেলিম উজির, নান্নু মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান–মেম্বারবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

