পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৬০ রানের বড় ব্যবধানে হারের পর মেলবোর্নে দ্বিতীয় টেস্টের আগে পূর্বনির্ধারিত সূচির বাইরে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
২২ ও ২৩ ডিসেম্বর মেলবোর্নের জাংশন ওভালে ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী পাকিস্তান দল। ম্যাচটি পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সূচিতে ছিলো না। ম্যাচ অনুশীলনের অভাবের কারনে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনুরোধ করে পাকিস্তান। প্রথম টেস্টের আগে নির্ধারিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সফরকারীরা।
পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ হাফিজ বলেন, ‘ পূর্ব নির্ধারিত সূচিতে না থাকলেও আমরা এ ম্যাচটি সূচিতে অতিরিক্ত যোগ করেছি। একটি প্রস্তুতি ম্যাচের চেয়ে বেশি অনুশীলন করতে চেয়েছি। প্রথম প্রস্তুতি ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদার ছিল। এজন্য মনে হয়েছে, সব বোলারকে আমরা খেলার সুযোগ করে দিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা এই প্রস্তুতি ম্যাচটি চেয়েছি। কারন ছেলেরা যেন ম্যাচ আবহ আরও ভালভাবে বুঝতে পারে, আমাদের মনে হয়েছে এটি কাজে দিবে। আমরা পরিকল্পনা করতে পারবো। দুই দিনে আমরা সব খেলোয়াড়কে ব্যবহার করার চেষ্টা করবো যাতে করে তারা কন্ডিশনের সাথে আরও মানিয়ে নিতে পারে।’
প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ২৭১ রানে গুটিয়ে ফলো অনে পড়ে পাকিস্তান। কিন্তু সফরকারীদের ফলো-অন না করিয়ে আবারও ব্যাট হাতে নেমে ৫ উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ৪৫০ রানের টার্গেটে খেলতে নেমে ৮৯ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৫টি টেস্ট হারের লজ্জা পায় পাকিস্তান।
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে’তে দ্বিতীয় টেস্ট শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

