ঘরোয়া ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের মাঠের দ্বৈরথ এখন আর সেই অর্থে নেই। বিগত বছর চারেক ধরে এই লড়াই চলছে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর মধ্যে। আগামীকাল স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে এই দুই দল।
বসুন্ধরা কিংসের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল ঢাকা আবাহনী। আবাহনীর বাফুফে সাধারণ সম্পাদক করা আবেদনটি অবশ্য সফল হয়নি। ফেডারেশন ম্যাচের ভেন্যু অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই নিয়েছে।
ফলে আগামীকাল স্বাধীনতা কাপের ম্যাচটি কিংস অ্যারেনায় বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, ‘আমরাও এটি শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো জানতে পারিনি। আমরা নিরপেক্ষ ভেন্যু চেয়েছিলাম।’
আবাহনীর মতো রহমতগঞ্জও সেমিফাইনালের ভেন্যু পরিবর্তন করতে চেয়েছিল। রহমতগঞ্জ-মোহামেডান ম্যাচটি আগামীকাল দুপুর পৌনে দুইটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রহমতগঞ্জ ভেন্যু বদলে কিংস অ্যারেনায় চেয়েছিল। রহমতগঞ্জের সেই আবেদনও টেকেনি।
স্বাধীনতা কাপের কোয়ার্টার থেকে ফাইনাল পর্যন্ত ভেন্যুর বিষয়টি লটারিতে নির্ধারিত হয়েছে। বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পড়েছে উন্মুক্ত লটারীতেই। যখন লটারী হয় তখন বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্স আপ নির্ধারিত ছিল না।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

