AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

নির্ধারিত সূচির আগেই বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৫৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
নির্ধারিত সূচির আগেই বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

কয়েক বছর আগেও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো সবাই সবার বিপক্ষে খেলার সুযোগ পেত না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে তুলনামূলক ছোট দলগুলোর জন্য সেই দুয়ার খুলে যায়। এরপরও ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে টেস্ট খেলার আমন্ত্রণ পায় না বাংলাদেশ।

এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলে আসছে। তবে কিছুদিন আগে খবর বের হয়, ২০২৭ সালে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। তবে এখন শোনা যাচ্ছে, এই সিরিজ ২০২৬ সালে এগিয়ে আনতে চায় অজি ক্রিকেট বোর্ড (সিএ)।

আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিবির চাওয়ার কথা জানান তিনি।

জালাল ইউনুস বলেন, ‘এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু জানায়নি। আমরা মিডিয়ায় দেখেছি। ওদের নিউ ডি এইচ নামে একটা পাবলিশার আছে বোধহয়। এটা (সিরিজ এগিয়ে আনার বিষয়ে) এখনো আলোচনায় আছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এরকম কোনো রেসপন্ড আমাদের কাছে আসে নাই।’

জালাল আরো বলেন, ‘আমরা জানি ২০২৭ সালে আমরা তাদের ওখানে ট্যুর করব। আলোচনা এখনো ওই অবস্থাতেই আছে। খবরটা আমরাও দেখেছি, এর পেছনে কারণ হিসেবে মনে হয়েছে— তাদের ১৫০ বছরের একটা সেলিব্রেশন আছে টেস্টে। হয়তো সেটার সঙ্গে এই সিরিজও তারা এডজাস্ট করতে চায়।’

এর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর কেবল একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুই টেস্টের সফরটি হয়েছিল জুলাই মাসে। 

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের দুই টেস্টের সিরিজ খেলার কথা। তবে সেটি ২০২৬-এর মার্চে আনতে চায় সিএ। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।
 
একুশে সংবাদ/এস কে

Link copied!