আগে ব্যাটিং করে গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে ভালো পুঁজি পায় নিউইয়র্ক স্ট্রাইকার্স। পরে বোলারদের দারুণ বোলিংয়ে বেশ সহজেই টিম আবু ধাবিকে হারায় তারা। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো নিউইয়র্ক।
আর ৬ ম্যাচে সব হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আবু ধাবি, গতকাল টি টেন ফ্র্যাঞ্চাইজি লীগে আবু ধাবিকে ২৪ রানে হারিয়েছে নিউইয়র্ক। এদিন আগে ব্যাটিং করে ১১০ রান করে তারা। জবাবে ৮৪ রানে থামে আবু ধাবির ইনিংস।
নিউইয়র্কের দেওয়া ১১১ রান তাড়া করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আবু ধাবি। এরপর আসিফ খান ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৮৬ রানে থামে আবু ধাবির ইনিংস।
এর আগে ব্যাটিং করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ ওয়াসিমের জুটিতে ৬২ রানের ঝড়ো শুরু পায় নিউইয়র্ক। ২৬ বলে ৪১ রান করে গুরবাজ আর ১৪ বলে ২৩ আসে ওয়াসিমের ব্যাট থেকে। শেষদিকে ৭ বলে ১৭ করেন ওশোয়ান স্মিথ।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

