অস্ট্রেলিয়ার হাতে ট্রফি উঠার মধ্যে দিয়ে শেষ হয় ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই গোটা আসরে বিভিন্ন দেশের আলো ছড়ানো খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন পত্রিকার `উইজডেন ক্রিকেটার্স এ্যালামনাক। তবে এখানে বাংলাদেশের কেউ স্থান পায়নি।
উইজডেন সেরা ১১ জনের মধ্যে ৬ জনই বিশ্বকাপের রানার্সআপ দল ভারতের। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যস্ত বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ বাছাই করতে। এরই মধ্যে নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন। সেই একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড।
উইকেটরক্ষক হিসেবে উইজডেন একাদশে রেখেছে লোকেশ রাহুলকে। পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও বুমরাহর। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা।
উইজডেনের বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, যশপ্রিত বুমরাহ।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

