মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউ জিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সন্ত্রাসী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। তার পরেই স্টেডিয়ামের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তারা। খবর আনন্দবাজারের।
সেমিফাইনালের আগে এক্স হ্যান্ডলে হুমকির খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন তারা।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এক অজ্ঞাত ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনও ব্যক্তির উপর সন্দেহ হলেই তাকে জেরা করা হচ্ছে।
এখন ভারতে উৎসবের মৌসুম চলছে। ভারতজুড়ে দীপাবলির উল্লাসে মেতেছেন সবাই। তার মাঝে বিশ্বকাপ বাড়তি আনন্দের। সেই সঙ্গে ভারত এ বারের বিশ্বকাপে যেমন খেলছে তাতে দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের আবেগ তুঙ্গে। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রয়েছে পুলিশের। ক্রিকেটারদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

