ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার তারেক রহমান যুব পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে এ.এইচ.এম রফিককে সভাপতি এবং সিরাজুল ইসলাম শিবলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত ৭১ সদস্যের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আশিক তালুকদার, সহ-সভাপতি হিসেবে রয়েছেন রতন মিয়া, আজিজুল হক, মুস্তাফিজুর রহমান রানা, আরজু ইসলাম, মোবারক হোসেন সাঈদী, মোঃ বাছির, মোজাম্মেল হক, দুলাল মন্ডল, মোশাররফ হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক সরকার, দপ্তর সম্পাদক এ.কে.এম নাজমুল চৌধুরীসহ অন্যান্য সদস্য কমিটিতে রয়েছেন।
কমিটি ঘোষণা করেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ মেম্বার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

