AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৩
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড।গ্রুপ পর্বে ।পরাজিত থেকেই   সেমিতে উঠেছে ভারত। পক্ষান্তরে টেবিলের চতুর্থস্থানে থেকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড।  

আইসিসির বিভিন্ন  ইভেন্টে এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে  নিউজিল্যান্ড।  

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে সর্বমোট ১৫বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এরমধ্যে ভারতের জয় মাত্র ৪ ম্যাচে। নিউজিল্যান্ডের জয় ১০ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

চলমান ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে জয় পেয়েছিলো ভারত। ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের আগে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ জয় ছিলো ২০০৩ সালের বিশ্বকাপে।

২০০৩ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার, ওয়ানডে বিশ^কাপে একবার ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত।

২০১৯  বিশ্বকাপে লিগ পর্বে ভারত-নিউজিল্যান্ডের লড়াই বৃষ্টিতে ভেসে যায়। এরপর  আসরের সেমিফাইনালে দেখা হয়েছিলো দু’দলের। ম্যানচেষ্টারে বৃষ্টির কারনে দু’দিনে হওয়া ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিলো নিউজিল্যান্ড। আবারও সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। এবার মধুর প্রতিশোধ নেয়ার পালা ভারতের।  

দুই ফরম্যাটের বিশ্বকাপ বাদে ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নাইরোবিতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছিলো ভারত। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে৮ উইকেটে  হেরেছিলো টিম ইন্ডিয়া।

আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইগুলো :

১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ : ভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড, ম্যানচেস্টার

১৯৭৯ ওয়ানডে বিশ্বকাপ : ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড, লিডস

১৯৮৭ ওয়ানডে বিশ্বকাপ : ভারত ১৬ রানে জয়ী, বেঙ্গালুরু

১৯৮৭ ওয়ানডে বিশ্বকাপ : ভারত ৯ উইকেটে জয়ী, নাগপুর

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ : ভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড, ডানেডিন

১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ: ভারতকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড, নটিংহ্যাম

২০০০ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল : ভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড, নাইরোবি

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ : ভারত ৭ উইকেটে জয়ী, সেঞ্চুরিয়ন

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড, জোহানেসবার্গ

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতকে ৪৭ রানে হারায় নিউজিল্যান্ড, নাগপুর

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ : পরিত্যক্ত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল : ভারতকে ১৮ রানে হারায় নিউজিল্যান্ড, ম্যানচেস্টার

২০২১ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : ভারতকে ৮ উইকেটে হারায় নিউজ্যিান্ড, লর্ডস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড, দুবাই

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ : ভারত ৪ উইকেটে জয়ী, ধর্মশালা

একুশে সংবাদ/এস কে 

Link copied!