AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ মাস বেতন না পাওয়ার প্রভাব পড়েনি পাকিস্তানের খেলোয়াড়দের উপর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৩
পাঁচ  মাস বেতন না পাওয়ার প্রভাব পড়েনি  পাকিস্তানের খেলোয়াড়দের উপর

পাকিস্তানী খেলোয়াড়দের পাঁচ মাস ধরে বেতন না দেওয়ার দাবী প্রত্যাখ্যান করে দলটির কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন বলেছেন চলতি বিশ্বকাপে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর তার শীষ্যরা।

 

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া পাকিস্তান আজ খেলছে বাংলাদেশের বিপক্ষে । আরেকটি পরাজয় তাদেরকে ছিটকে দিতে পারে টুর্নামেন্ট থেকে। এ পর্যন্ত টুর্নামেন্টের ছয়টি ম্যাচে অংশ নিয়ে চারটিতেই হেরে গেছে পাকিস্তান। বেতন নিয়ে বিতর্ক এবং কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষরে বিলম্বের কারণে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা বাঁধাগ্রস্ত হয়েছে  বলেই মনে করছেন অনেকে।

 

তবে পাকিস্তান স্কোয়াডের তিন খেলোয়াড় বেতন না পাওয়ার বিষয়টি গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে। যদিও কোচ ব্র্যাডবার্ন বলেন, ‘দলকে কেন্দ্র  করে এমন গুঞ্জন ছড়ানো হলেও পাকিস্তানের হয়ে খেলা এবং এবং এই দলটি নিয়ে কাজ করাটা বিশাল একটা সুযোগ। নিজেদেরকে প্রস্তুত করতে এবং সেরাটা দেওয়ার জন্য আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোর প্রতিই  । আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আমরা জাতিকে গর্বিত করতে মরিয়া।’

 

এদিকে,পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে  চুক্তির কাগজপত্র  পাঠানো হয়েছে এবং খেলোয়াড়রা সই করেছেন। বোর্ডের দাবী এতে অর্থপ্রদানের ব্যবস্থা করার পথ প্রশস্ত হয়েছে।

 

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ব্র্যাডবার্ন বলেন, বিশ্বকাপে দলটির হতাশাজনক পারফর্মেন্স খুবই কস্টদায়ক। নেদারল্যান্ডস এবং শ্রীলংকার বিপক্ষে জয়ের পর ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে তারা।

 

নেট রান রেটেও বেশ করুন (-০.৩৮) অবস্থায় থাকা দলটি প্রসঙ্গে কিউই কোচ বলেন, ‘ প্রত্যামিত অবস্থানে আমনরা নেই। টুর্নামেন্টের এই পর্যায়ে আমরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু আমরা তা পারছি না। এটি গোটা দলকেই পীড়া দিচ্ছে। এখন আমরা যা করতে পারি সেটি হচ্ছে নিজেদের যতটুকু সম্ভব চেস্টা করে  গ্রæপ পর্বের বাকী ম্যাচগুলোর জন্য ভালভাবে প্রস্তুত হওয়া। এবং এভাবেই সেমিফাইনালে খেলার স্বপ্ন বাস্তবায়ন করার চেস্টা করতে হবে। ’

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও(আইপিএল) পাকিস্তান দলের  আর্থিক মাথাব্যাথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে অংশ নিয়ে বিশ্বের অন্য দেশগুলোর তারকা ক্রিকেটাররা তাৎক্ষনিকভাবে কোটিপতি হয়ে গেলেও নিষিদ্ধ পাকিস্তানী খেলোয়াড়রা।  তবে  ব্র্যাডবার্ন বলছেন আর্থিক ভারসাম্যহীনতা কোন সমস্যা নয়। তিনি বলেন,‘ আমরা এর মধ্যে অন্য কিছু  বা  আতঙ্কিত বোধ করছি না।’

 

একুশে সংবাদ/স ক 

Link copied!