বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের আলোচিত বিষয় সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। বিশ্বকাপের আগে তামিম ইকবাল বাদ পড়ার কারণ হিসেবে সাকিবকে দায়ী করেন অনেক ভক্ত। এবার এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’র অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নের আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। তাদের জন্য অন্তত কিছু ক্লোজ ম্যাচ উপহার দিতে পারত।’
এ সময় বাংলাদেশের সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ নিয়েও মন্তব্য করেন। ওয়াসিমের মতে, রিয়াদকে আরও ওপরে খেলানো উচিৎ।
মাহমুদউল্লাহ প্রসঙ্গের তিনি আরো বলেন‘২০ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ে গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে তাদের অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ–অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’
বাংলাদেশকে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব দেয়া উচিত জানিয়ে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার আরো জানান, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিৎ। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে।’
একুশে সংবাদ/স ক