ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান নারী ক্রিকেট দল। নাহিদা আক্তারের স্পিনে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় নিদা দারের দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে সফরকারীদের হারিয়ে সিরিজে উড়ন্ত সূচনা করেছে টাইগ্রেসরা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

