AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুষ্ঠু নির্বাচনে ওয়াদাবদ্ধ ইসি: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৫ পিএম, ১৯ নভেম্বর, ২০২৫

সুষ্ঠু নির্বাচনে ওয়াদাবদ্ধ ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি একথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনই নয়, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন।

তিনি আরও বলেন, গত ১০-১৫ বছরে ভোটারদের মধ্যে এক ধরনের ভোট-বিমুখতা সৃষ্টি হয়েছিল। এজন্য আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা যাদের সরাসরি তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে, আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবেন। আমরা আশা করি যাতে মানুষ ভোটকেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সবাই মিলে মানে রাজনৈতিক দল, ভোটার এবং নির্বাচন কমিশন সবাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে কীভাবে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে কাজ করব।

সংলাপে অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

একুশে সংবাদ/এসআর

Link copied!