আরেকটি হতাশার দিন দেখলো ব্রাজিল ফুটবল। মঙ্গলবার রাতে লিলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ১-১ গোলের ড্রতে থামিয়ে দিয়েছে তিউনিসিয়া। ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির ধাপেই ব্রাজিল আবারও ছন্দহীনতার পরিচয় দিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নিরপেক্ষ দর্শকদের জন্য এটি ছিল উপভোগ্য এক লড়াই। আন্ডারডগ হয়েও তিউনিসিয়া দারুণ সাহসিকতার সঙ্গে আক্রমণে উঠে আসে এবং এর পুরস্কারও পায়। ২৩ মিনিটে হাজেম মাস্তুরি গোল করে দলকে এগিয়ে নেন।
তবে ব্রাজিল তাদের স্বভাবসুলভ ‘স্বচ্ছন্দ আক্রমণাত্মক ফুটবল’ থেকে সরে আসেনি। ভার-এর সহায়তায় পাওয়া এক পেনাল্টি থেকে বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) এস্তেভাও গোল করে সেলেসাওদের সমতায় ফেরান। ব্রাজিলের একটি কর্নার প্রতিরক্ষায় কুনহাকে ফাউল করায় ভ্যালেরির বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়।
দ্বিতীয়ার্ধ যদিও প্রথমার্ধের মতো রোমাঞ্চকর ছিল না, তবুও উল্লেখযোগ্য মুহূর্ত ছিল বেশ কিছু। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে যখন ব্রাজিলের লুকাস পাকেতা পেনাল্টি স্পট থেকে শট উপরে মেরে দেন। পাকেতার এই ভুল ব্রাজিলকে জয়বঞ্চিত করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তিনি।
ডিবি প্রধান বলেন, সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তাদের পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য রাতে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের বাসা থেকে সোহেলকে ডিবির (গোয়েন্দা পুলিশ) পোশাক গায়ে দেওয়া পাঁচ ব্যক্তি আটক করে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া সীমা।
সোহেলের স্ত্রীর ভাষ্য, ওই পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে বলেন, সোহেলের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কথা বলতে চান। এজন্য তাকে নিতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

