AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসপাতালে সাকিব আল হাসান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১২ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩
হাসপাতালে সাকিব আল হাসান

চলতি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরেই হাসপাতেলর উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে ম্যাচ পরবর্তী কনফারেন্সে তিনি আসতে পারেননি।

 

ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিল। সেই সমস্যাই প্রকট হয়েছিল কিনা তা নিয়ে ছিল সংশয়। ম্যাচ শেষেও দেখা যায়নি সাকিবকে। তার জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

এ সময় বাংলাদেশ দলের সহকারী এই অধিনায়ক নিশ্চিত করেছেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

 

নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গিয়ার চেইঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার ক্যাপ্টেন।

 

সবমিলিয়ে ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল, সাকিব কিছুটা সমস্যায় ভুগছেন। একপর্যায়ে মাঠ ছেড়েও চলে যান তিনি। ম্যাচ শেষে সহ-অধিনায়ক নাজমুল শান্তর কথায় নিশ্চিত হওয়া গেল সাকিবের অবস্থান।


একুশে সংবাদ/স ক

Link copied!