AB Bank
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ উইকেট হারিয়ে লজ্জার মুখে শ্রীলংকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
৬ উইকেট হারিয়ে লজ্জার মুখে শ্রীলংকা

এশিয়া কাপের ফাইনালে মাঠে নেমেছে ভারত ও শ্রীলংকা।ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে লংকানরা।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে ৬ উইকেটে ১২ রান।


মাঠের লড়াই শুরুর আগে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়।লংকানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। মুখোমুখি দ্বিতীয় বলেই পেরেরাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। কেএল রাহুলের তালুবন্দী হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।


চতুর্থ ওভারে এসে লংকা শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। প্রথম বলেই ২ রান করা নিশাঙ্কাকে ফেরান তিনি। এক বল বিরতিতে সাদিরা সামারাবিক্রমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার।


পরের বলে চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিক বলে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয় ডি সিলভা। তবে পরের বলেই আউট হন তিনি। এ অবস্থায় বড় লজ্জার মুখে লংকানরা।

 

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। অলরাউন্ডার আক্সার প্যাটেল পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন করেছে লংকানরা। হ্যামস্ট্রিংয়ের কারণে চোটে আগেই দল থেকে ছিটকে গেছেন মহীশ থিকশানা। তার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত।

 

ভারতের একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।


শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।
 

একুশে সংবাদ/স ক 
 

Link copied!