AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাসেলকে আউট করে এটা কী করলেন পোলার্ড! দেখুন ভিডিও


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৮ পিএম, ১৮ জুলাই, ২০২৩
রাসেলকে আউট করে এটা কী করলেন পোলার্ড! দেখুন ভিডিও

মেজর লিগ ক্রিকেটে প্রথম মৌসুমে দারুণ ভাবে শুরু করেছে এমআই নিউইয়র্ক। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচই জিতেছে এমআই। নিজেদের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে এমআই নিউইয়র্ক জিতেছে ১০৫ রানের ব্যবধানে। এই জয়ের স্বাদ এমআই-এর কাছে একটু বেশিই মধুর। করণ এই ম্যাচে তারা নাইট রাইডার্সকে হারিয়েছে। 

 

এই দুই দলের ক্যাপ্টেনই হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা। একদিকে নাইট রাইডার্সের নেতৃত্বে রয়েছেন সুনীল নারিন, অন্যদিকে এমআই-এর নেতৃত্বে রয়েছন কায়রন পোলার্ড। এই ম্যাচে কায়রন পোলার্ডের একটি সেলিব্রেশনের ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে।


আসলে এই ম্যাচে কায়রন পোলার্ড শুধু অধিনায়কত্ব এবং বোলিং করে দলে নিজের ছাপ ছাড়েন। তিনি এই ম্যাচে আন্দ্রে রাসেলকে আউট করার পরে যেভাবে সেলিব্রেশ করেছেন তার ভিডিয়োটিও বেশ ভাইরাল হচ্ছে। দর্শকরা এই সেলিব্রেশনটি বেশ উপভোগ করছেন। আসলে, নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের ১০ তম ওভারে বল করতে এসেছিলেন এমআই-এর ক্যাপ্টেন পোলার্ড। সেই সময়ে ব্যাট হাতে ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল। পোলার্ডের একটি বল খেলতে গিয়ে ভুল করে বসেন নাইট রাইডার্সের রাসেল, ফলে পোলার্ডের বল রাসেলের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে চলে যায়। সেই সময়ে এমআই-এর সকল খেলোয়াড় উচ্চস্বরে আবেদন জানায়। তবে মাঠের আম্পায়ার ব্যাটসম্যানের পক্ষে রায় দেন। পোলার্ড তখন রিভিউ ব্যবহার করেন এবং রিপ্লেতে দেখা যায় রাসেলের ব্যাটে বল লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছে।

 

সেই সময়ে মাঠের থার্ড আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়ে পোলার্ড দৌড়ে মাঝমাঠে চলে যান। একই সময়ে, দলের উইকেটরক্ষক নিকোলাস পুরানকে গ্লাভস ছুঁড়ে দিয়ে পোলার্ডের সঙ্গে দৌড়াতে দেখা যায়। শেষ পর্যন্ত, পোলার্ড মাঠের এক জায়গায় থামেন এবং যোগব্যায়ামের মুদ্রায় নিজের উইকেট পাওয়ার সেলিব্রেশন করতে থাকেন। এই ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।

 

ম্যাচের কথা বললে, এমআই নিউইয়র্কের ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাইট রাইডার্স দল বারবার বিরতিতে উইকেট হারায়। ওপেনার মার্টিন গাপ্টিল খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন, দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন উন্মুক্ত চাঁদ। মাত্র ২ রান করে পোলার্ডের শিকার হন আন্দ্রে রাসেল। নাইটদের অধিনায়ক সুনীল নারিনও করেছিলেন মাত্র ২ রান। রিলি রসউ ব্যাট হাতে বিশেষ কিছু দেখাতে পারেননি এবং পুরো দল মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়।


এমআই নিউইয়র্কের বোলাররা এদিন দারুণ পারফর্ম করেন। ট্রেন্ট বোল্ট তার ২.৫ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট নেন এবং কাগিসো রাবাদা ১৬ রানে দুটি উইকেট নেন। একই সময়ে অধিনায়ক কাইরন পোলার্ডও বল হাতে ২ ওভারের স্পেলে ৯ রান দিয়ে রাসেল ও উন্মুক্ত চাঁদকে সাজঘরের পথ দেখান। এই জয়ের ফলে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এসেছে এমআই। দুটি ম্যাচের মধ্যে তারা একটিতে জিতেছে এবং একটিতে হেরেছ। অন্যদিকে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে সুনীল নারিনদের নাইট রাইডার্স।

 

একুশে সংবাদ/স ক

Link copied!