AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যারা


গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যারা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ময়মনসিংহের গৌরীপুরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ। এছাড়াও গৌরীপুর সরকারি কলেজের ছাত্রী অন্তরা রানী দাস শ্রেষ্ঠ রোভার, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র রমজানুর রহমান নাজিম। তিনি তাৎক্ষনিক অভিনয় ও নৃত্য শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এ ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। সোমবার (৬ মে) উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

কমল কুমার রায় জানান, উপজেলায় শ্রেষ্ঠ অন্যরা হলেন- শ্রেষ্ঠ শিক্ষার্থী গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ শাদমান কবীর, গৌরীপুর সরকারি কলেজের অনামিকা মন্ডল নির্জনা, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জাসিয়া জান্নাত প্রিথিলা, শ্রেষ্ঠ শিক্ষক গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ জাহিদুল আলম, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. বেলাল হোসেন, শ্রেষ্ঠ স্কাউট গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ইফতেখার আহম্মেদ, শ্রেষ্ঠ বিএনসিসি গৌরীপুর সরকারি কলেজের আদনান আবির, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আঞ্জুমান আরা বেগম, শ্রেষ্ঠ রোভার শিক্ষক গৌরীপুর সরকারি কলেজের এম কে আলম শামীম আকন্দ, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক গৌরীপুর সরকারি কলেজের আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের দেওয়ান কামরুল হাসান খান, শালীহর আব্দুল মোতালেব বেগ দাখিল মাদরাসার মো. আব্দুর রাজ্জাক, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এছাড়াও সাংস্কৃতিকপর্বে কেরাতে গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার মো. তৌহিদুল ইসলাম, মুশফিকুর রহিম, গৌরীপুর সরকারি কলেজের মিলি আক্তার, জান্নাতুল ফেরদৌস লিমন, হামদ-নাতে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আদিবা ইসলাম জীম, মুশফিকুর রহিম, গৌরীপুর সরকারি কলেজের তরিকুল ইসলাম সৌরভ, জান্নাতুর ফেরদৌস লিমন, বাংলা রচনায় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যায়ের রেজানুর মোর্শেদ তাসীন, পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান লামিয়া, সরকারি কলেজের শীল মনি, ইংরেজি রচনায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মো. ফয়জুল হাসান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আতিয়া ফাইরোজ, বাংলা কবিতায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠাশ^রী দাস, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান, সরকারি কলেজের নুরে তাসফিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস লিমন, বির্তকে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ফাহিম খান ঐষি, মাহদি হাসান জিম, সরকারি কলেজের মুসলিমা জাহান মিতু, দেশাত্ববোধকে গৌরীপুর সরকারি টেকনিক্যালয় স্কুল এন্ড কলেজের মো. শাহীন মিয়া, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্পা বর্মন, সরকারি কলেজের সামিয়া আক্তার, রবীন্দ্র সংগীতে পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিতা সরকার, অর্পা বর্মন, নজরুল সঙ্গীতে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের জুলিয়ন সরকার পুনম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তুতুল সরকার, সরকারি কলেজের সামিয়া আক্তার, উচ্চাঙ্গ সঙ্গীতে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তুতুল সরকার, লোক সঙ্গীতে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. শাহীন মিয়া, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তুতুল সরকার, সরকারি কলেজের সামিয়া আক্তার, জারীগানে ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের তাহমিনা তাসরিন তোরা ও তার দল, হান তামা খানম ও তার দল, সরকারি কলেজের রৌজাতুল লাবন্য জারিন ও তার দল, বক্তৃতায় সাদিয়া আক্তার, যারিন সোবাহ গৌশী, নুরে তাসফিয়া ইসলাম, শীলা মনি, নৃত্য পারিজাত সরকার রিতু, করমা সরকার মিতালী, শ্রেষ্ঠাশ^রী দাস, পরমা সরকার মিতালী, রমজানুর রহমান নাজিম, তাহনিমূল হাসান আলিফ, মাহিন উর রশিদ, ফারিয়া আক্তার চৈতি উপজেলায় সেরা হন।

 

একুশে সংবাদ/হ.ক.উ/সা.আ

Link copied!