AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন বোলারের সামনে কুপোকাত শাদব-ফিঞ্চরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৫ পিএম, ১৬ জুলাই, ২০২৩
মার্কিন বোলারের সামনে কুপোকাত শাদব-ফিঞ্চরা

পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিল সিয়াটল অর্কাস। মেজর লিগ ক্রিকেটে এদিন মুখোমুখি হয় সিয়াটল অর্কাস এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অর্কাস অধিনায়ক ওয়েন পার্নেল।

 

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে তারা। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন এনরিখ ক্লাসেন। ৩১ বলে ৫৩ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সৌজন্যে। তবে বিপক্ষ দল মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। ৩৫ রানে জিতে পয়েন্ট টেবিলের সবার উপরে জায়গা করে নিল অর্কাস।


সিয়াটল অর্কাসের হয়ে এদিন ওপেন করতে নামেন কুইন্টন ডি‍‍`কক এবং নুমান আনোয়ার। যদিও কুইন্টন এই ম্যাচেও বড় রান করতে পারেননি। মাত্র ৭ রান করে ফিরে যান। প্রথম উইকেট তুলে নিয়ে স্বাভাবিক ভাবেই খুশির মেজাজে থাকে সান ফ্রান্সিসকো। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেহান জয়সূর্য এবং আনোয়ার এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে অকার্স। আনোয়ার ২১ বলে ৫টি বাউন্ডারির সৌজন্যে ৩০ রান করেন। পাশাপাশি জয়সূর্য ২৭ বলে ৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৩৩ রান করেন। এই দুই ব্যাটার দলকে অনেকটাই এগিয়ে দেন।

 

এরপরই শুরু হয় দাপুটে ইনিংস। ব্যাট করতে নামা ক্লাসেন দুর্দান্ত ইনিংস উপহার দেন। বিপক্ষ দলের বোলারদের কার্যত ল্যাজে গোবরে করে দেন তিনি। শুধু তাই নয়, চাপে রাখেন। তাঁর অর্ধশতরানে ভর করে ১৭৭ রান তোলে অকার্স। হেটমেয়ারও ৩০ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ১টি বাউন্ডারি ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে।


জবাবে ব্যাট করতে নামলে শুরুটা বেশ ভালোই করে সান ফ্যান্সিসকোর দুই ওপেনার ম্যাথিউ ওয়েড এবং ফিন অ্যালেন। এই দুই ব্যাটার শুরুটা দুর্দান্ত করেন। আর তাতেই বেশ চাপে পড়ে যায় অর্কাস। একটা সময় প্রায় ম্যাচ ধরে নিয়েছিল বলা চলে। তবে ধীরে ধীরে পরিস্থিতির বদল ঘটে। ওয়েড ১৬ বলে ২৮ রান করে ফিরে যান। তাঁর ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ১টি ওভার বাউন্ডারির মাধ্যমে। পাশাপাশি অ্যালেন ১০ বলে ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৮ রান করেন। এরপরই ধীরে ধীরে ম্যাচ ঘুরতে থাকে। স্টোইনিস (১৫), ফিঞ্চ (১৪), অ্যান্ডারসন (১২) রানে ফিরে যান।

 

ম্যাচ ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে। তবে শেষ চেষ্টা চালান শাদব খান। ২৩ বলে ২টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৩৭ রান করেন তিনি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সান ফ্যান্সিসকোর ইউনিকর্নসের ব্যাটিং লাইনআপ। ১৪২ রানেই শেষ হয়ে যায় ফিঞ্চের দল। দুর্দান্ত বোলিং করেন ক্যামেরন জন। ৩.৫ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা হন ক্লাসেন।


একুশে সংবাদ/স ক  

Link copied!