আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম।আজ হুট করেই একসঙ্গে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর দাঁড়ানোর ঘোষণা দিলেন দেশের ক্রিকেটের এই ধ্রুবতারা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
কান্নাভেজা কণ্ঠে তামিম বলেন, আমি সবসময়ই বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।
এদিকে, তার এই সিদ্ধান্তকে খুবই প্রি-ম্যাচুউর বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তামিমের অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

