AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম থেকেই হাত খুলে খেলব, রোহিতদের হুঁশিয়ারি গ্রিনের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২১ পিএম, ৫ জুন, ২০২৩
প্রথম থেকেই হাত খুলে খেলব, রোহিতদের হুঁশিয়ারি গ্রিনের

অন্যদের মতো বিশাল টাকা নিয়ে প্রত্যাশার চাপে নুইয়ে যাননি ক্যাম গ্রিন। বরং মিডল অর্ডারে দুর্ধর্ষ ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ানসে প্লে-অফে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন তিনি।

 

সেই আত্মবিশ্বাসকে সম্বল করেই ভারতের বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাফল্য পেতে চান অজিদের উদীয়মান তারকা গ্রিন। কিছুটা হলেও যে তিনি ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেট শৈলীর দ্বারা অনুপ্রাণিত, সেটাও স্পষ্ট করে দেন এই দীর্ঘকায় অলরাউন্ডার।

 

এবারের আইপিএলে যেখানে কারান, স্টোকসরা ফেল করেছেন, সেখানেই গ্রিনের তারুণ্যের ছোঁয়ার বিকশিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ১৬ ম্যাচে ৪৫২ রান করেছেন তিনি ১৬০-এর ওপর স্ট্রাইকরেটে। ৪৭ বলে ১০০ করে তাক লাগিয়েছেন আপামর ক্রিকেটদুনিয়ার। আইপিএলের মতো হয়তো অতটা ধুমধাড়াক্কা খেলবেন না, কিন্তু খুব যে রক্ষণাত্মক হবেন না ওভালে, সেটা স্পষ্ট করে দিয়েছেন গ্রিন। তিনি বলেন যে ইংল্যান্ড যেভাবে খেলছে অ্যাটাকিং ভাবে, তাতে মনে হয় খুব একটা বদলানোর দরকার নেই লাল বলে খেলার সময়।

 

তিনি বলেন যে গত বছর একটু শুরুর দিকে বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছিলাম, রান না করার কথা ভেবে। কিন্তু এবার যে তিনি প্রথম থেকেই হাত খুলবেন, প্রয়োজনে বল ডিভেন্ড করবেন, সেটা স্পষ্ট করে দেন তরুণ ক্রিকেটার। যত অভিজ্ঞতা বাড়ছে, তত তাঁর মানিয়ে নিতে সুবিধা হচ্ছে বলে মনে করেন গ্রিন। গতবার কী করে তিনি সফল হয়েছিলেন ও কোথায় ব্যর্থতা এসেছিল, সেটা তিনি জানেন ও সেভাবেই এবার তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন বলে জানান গ্রিন।

 

তবে শুধু ব্যাটিং নয়, বোলিং করেও দলকে জেতাতে চান গ্রিন। বিশেষত ওভালের মতো পাটা উইকেটে পার্টনারশিপ ভাঙার জন্য মাঝে মাঝেই তাঁর ডাক পড়বে, তেমনটা আশা করাই যায়। ডিউক বল নিয়ে ইংল্যান্ডের মাটিতে সুইং পাবেন, এমনটাই আশা গ্রিনের। অস্ট্রেলিয়ার পিচে মূলত বাউন্সের ওপর ভরসা করে বল করতে হয় প্রায় সাড়ে ছয় ফুট লম্বা গ্রিনকে।


কিন্তু এখানে তিনি সুইংয়ের সাহায্যও পাবেন। বিশেষত সিম, অর্থাৎ হাতের গ্রিপটা ছড়িয়ে বলটাকে লেট মুভ করানোর জন্য যে তিনি আগ্রহী, সেটা সাফ করে দেন তিনি। নিশ্চিত ভাবেই অজিদের জন্য এক্স-ফ্যাক্টর হতে চলেছেন হালে আইপিএল মাতানো গ্রিন। বিপক্ষের ক্যাপ্টেন তাঁর আইপিএলের অধিনায়ক রোহিত শর্মা। গ্রিনকে সস্তায় ফেরানোর জন্য কোনও প্ল্যান রোহিতের কাছে আছে কিনা, সেটা দেখার। 
 

একুশে সংবাদ.কম/সম

 

Link copied!