AB Bank
ঢাকা রবিবার, ২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ইউনাইটেড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৫ পিএম, ২৬ মে, ২০২৩
চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ইউনাইটেড

ঘরের মাঠে চেলসিকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে রেড ডেভিলরা।

 

ওল্ড ট্রাফোর্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে এরিক টেন হাগের দল। আর তাতে কপাল পুড়েছে লিভারপুলের। কারণ ইউনাইটেড শীর্ষ চার নিশ্চিত করে ফেলায় চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ভেঙে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

 

বৃহস্পতিবার রাতে (২৫ মে) ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে  এরিক টেন হাগের শিষ্যরা। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস রাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু। এরফলে সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই।


ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

 

৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

 

একুশে সংবাদ.কম/সম