সর্বশেষ ২০০৯ সালের ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল ঢাকার ঐতিহ্যবাহী দল মোহামেডান। দীর্ঘ ১৪ বছর পর আবারো ফাইনালে উঠেছে ঢাকার সাদাকালোরা। মঙ্গলবার (৯ মে) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান।১৪ বছর পর এবার আবার ফাইনালে নাম তুলেছে সাদাকালোরা।
গোপালগঞ্জে আজ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল তারা। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে লক্ষ্যভেদ করেন (১-০)। থ্রো-ইনের পর বক্সের জটলার মধ্যে থেকে তিনি বল জালে পাঠান। খেলার ৪৩ মিনিটে সমতা ফেরায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার দোরিয়েলতন (১-১)। বক্সের একটু বাইরে বল পেয়েছিলেন, একজনকে কাটিয়ে জায়গা করে নিয়েই বুদ্ধিদীপ্ত শটে তা জালে জড়িয়েছিলেন তিনি।
বিরতি পর কিংসের জালে আরো এক গোল দেয় মোহামেডান। খেলার ৫৫ মিনিটে সাদা-কালোদের লিড এনে দেন মালির ফরোয়ার্ড স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে (২-১)। কিংস পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সর্বাত্মক। বেশ কয়েকবার আক্রমণ করলেও ম্যাচের সমতা আনতে পারেনি। ইনজুরি সময় ছিল ৬ মিনিট। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডানের বাঁধভাঙ্গা উল্লাস শুরু হয়।
২০১৮ সালে শীর্ষ ফুটবলে আসার পর ফেডারেশন কাপ তিনবার খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কিংস। প্রথম ফাইনালে আবাহনী কাছে হারলেও পরের দুটি ফাইনালে কিংস জিতেছে রহমতগঞ্জ ও সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। সর্বশেষ ফেডারেশন কাপে অবশ্য খেলেনি কিংস। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলতে অস্বীকৃতি জানিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিল তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
একুশে সংবাদ.কম/সম