ঢাকা সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

মেসির সতীর্থকে নিয়ে কাড়াকাড়ি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৩৮ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
মেসির সতীর্থকে নিয়ে কাড়াকাড়ি

কাতার বিশ্বকাপে তিনি ছিলেন সেরা তরুণ ফুটবলার। সেই এঞ্জো ফার্নান্দেসকে সই করিয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি। কিন্তু এক সময় এই ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনায় কাড়াকাড়ি হত। একসঙ্গে দু’টি ক্লাবে খেলতেন তিনি। সেই কথাই জানিয়েছেন ফার্নান্দেসের প্রাক্তন ক্লাবের মালিক। তাঁর জন্য মাঠে আলো নিভিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

২১ বছরের ফার্নান্দেস ছোটবেলায় খেলতেন ক্লাব লা রেকোভাতে। সেই সময় তাঁকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রিভার প্লেটও। একই সঙ্গে লা রেকোভা এবং রিভার প্লেটে ছিলেন ফার্নান্দেস। এমন এক এক দিন গিয়েছে যখন, একটি দলের হয়ে খেলে, একই দিনে অন্য দলের হয়ে খেলেছেন তিনি। অনেক সময় এমন হয়েছে যে, রিভার প্লেটের খেলা শেষ হতেই তারা লা রেকোভাকে জানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা মাঠের আলো বন্ধ করে দিয়েছে যাতে খেলা দেরি করে শুরু হয়। সেই সময়ের মধ্যে লা রেকোভার হয়ে খেলার জন্য পৌঁছে যাবেন ফার্নান্দেস।

 

লা রেকোভার প্রেসিডেন্ট সের্জিয়ো কোসেরেস বলেন, “কেউ বিশ্বাসই করত না ফার্নান্দেস আমাদের দলের ফুটবলার। ও অন্য নামে খেলত।” লা রেকোভার চোখের মণি ফার্নান্দেস। বেনফিকা থেকে চেলসিতে সই করেন তিনি। এই লেনদেনের ২৫ শতাংশ টাকা পাবে রিভার প্লেট। যা প্রায় ২৬৮ কোটি টাকা। চেলসিকে যদিও ফার্নান্দেসকে দলে নিতে আলো নেভাতে হয়নি। ৫ নম্বর জার্সি পরে গর্বের সঙ্গেই মাঠে নামলেন ফার্নান্দেস। ফুলহামের বিরুদ্ধে খেলেন তিনি। যদিও দলকে জেতাতে পারেননি।

 

একুশে সংবাদ/আ/সম