AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে না আসায় ক্রিকেটারদের উপর খেপেছেন বাটলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৫ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশে না আসায় ক্রিকেটারদের উপর খেপেছেন বাটলার

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এ সফরের জন্য শক্তিশালী দল গঠন করেছে ইংল্যান্ড। বাংলাদেশের সিরিজে ইংল্যান্ডের হয়ে অনেক তারকা ক্রিকেটার খেলতে আসছেন না।  

 

তাদের মধ্যে অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস এবং ডেভিড উইলির মতো তারকারা রয়েছেন। যারা বাংলাদেশের এই সিরিজ চলাকালীন সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। বিষয়টি ভালো লাগেনি ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক জস বাটলারের।

 

জাতীয় দলে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও ক্রিকেটারদের জন্য ইন্টারন্যাশনাল সার্কিট অফ হয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন বাটলার। তবে জানিয়ে দিয়েছেন, যারা জাতীয় দলের বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নিচ্ছেন, তারা অন্যদের সুযোগ করে দিচ্ছেন।

 

বাটলারের ভাষ্য, ‘আমি অবশ্যই এমন কোনো অবস্থানে থাকতে চাই না যেখানে দাঁড়িয়ে কাউকে দল থেকে বের করে দিয়ে বলতে চাইবো, সে আর কখনো ইংল্যান্ড দলে খেলতে পারবে না। তারা যেখানে খেলতে চায় খেলুক, আমরা এর মধ্য থেকেই আমাদের জন্য সেরা দলটা বেছে নিতে চাই।’

 

এরপর তিনি বলেন, ‘বিশেষ করে বিশ্বকাপ এবং আইসিসি ইভেন্টের জন্য আমরা খোলা মনে থাকতে চাই। নিশ্চিতভাবেই, এটা আমাদের জন্য কিছুটা কঠিন মুহূর্ত। কিছু কিছু পয়েন্টে আমি হতাশও বটে। কিন্তু আমি সবার অবস্থান বুঝতে পারি। দিনশেষে এটা সবারই ব্যক্তিগত সিদ্ধান্ত।’

 

এই ব্যাটার আরো বলেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমি চাই, ইংল্যান্ডের হয়ে খেলাকে সবাই প্রাধান্য দিক, যেকোন সুযোগ গ্রহণ করুক। তবে বর্তমানে খেলার মধ্যে আরও বড় জিনিস রয়েছে। ইংল্যান্ডের হয়ে খেলা এবং না খেলে কে কত উপার্জন করতে পারে তার মধ্যে বড় পার্থক্য রয়েছে।’

 

বাটলার যোগ করেন, ‘আমার মনে হয় দিনশেষে ইংল্যান্ডই বড়। তবে বর্তমান অবস্থা বিবেচনায় এসব বিষয়ে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করতে হবে। কেউ যদি তবুও নিজেকে ইংল্যান্ডের জন্য অনুপস্থিত রাখে তবে নিশ্চয়ই সে জানে যে, তারা অন্য কাউকে সুযোগ দিচ্ছে।’

একুশে সংবাদ/ডে বা/সম 

Link copied!