AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টি-বরফের মধ্যে অনুশীলন করে প্রস্তুত হচ্ছে টাইগাররা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩৯ পিএম, ৫ অক্টোবর, ২০২২
বৃষ্টি-বরফের মধ্যে অনুশীলন করে প্রস্তুত হচ্ছে টাইগাররা

কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতে গরমের মধ্যে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সেখান থেকে নিউজিল্যান্ডের শীতে গিয়ে পড়েছেন টাইগার ক্রিকেটাররা। যেখানে তুষার পড়ছে, বৃষ্টি হচ্ছে। এর মধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান।

 

বুধবার বিসিবির ভিডিও বার্তায় নিউজিল্যান্ড থেকে টি-২০ দলের সহ-অধিনায়ক বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। একটু শীত। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দু’দিন অনুশীলন করেছি। আগামীকালও অনুশীলন করবো। আশা করছি অসুবিধা হবে না। এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক থেকে আমরা ওকে।’

 

সাকিব আল হাসানের নেতৃত্বের সিট গরম করছেন সোহান। বুধবার শিরোপা উন্মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি। সাকিবের অবশ্য মঙ্গলবার দলে যোগ দেওয়ার কথা ছিল। তার অনুপস্থিতিতে সোহান জানিয়েছেন, তাদের দলের পরিবেশ ভালো আছে। সকলে পরিশ্রম করছেন। তাদের লক্ষ্য দল হয়ে পারফর্ম করা।

 

এছাড়া সোহান বলেন, ‘দলের প্রতি বার্তা এই যে, রেজাল্ট নিয়ে চিন্তা না করে, প্রসেস ঠিক রেখে খেলতে হবে। কী হবে তা নিয়ে আগে থেকে চিন্তা না করে সততার সঙ্গে কাজ করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। ১১ জন হয়তো পারফর্ম করবে না। কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে। আমরা টিম বন্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

 

বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষ। আগামী ৭ অক্টোবরের ওই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি মনে করেন তিন দিক থেকে ধরতে পারলে ভালো করা সম্ভব, ‘পাকিস্তান অনেক ভালো দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকে ভালো করতে পারলে ভালো কিছু সম্ভব।’

 

একুশে সংবাদ/এসএস

Link copied!