AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়ার মাহফিলে জনতার ঢল, তৈরি হলো জনসমুদ্র


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:১৮ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়ার মাহফিলে জনতার ঢল, তৈরি হলো জনসমুদ্র

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সাতৈর ঐতিহাসিক খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তর বোয়ালমারীর পাঁচ ইউনিয়ন—বোয়ালমারী, ঘোষপুর, দাদপুর, ময়না ও সাতৈর—মিলিতভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদ্য ঘোষিত ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন,
“এই সেই ঐতিহাসিক মাঠ যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিয়েছিলেন। আজ এখান থেকেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করছি। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন,
“বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এটি শুধু বিএনপির বিরুদ্ধে নয়, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধেও অপচেষ্টা। জনগণ ন্যায়বিচার, আইনের শাসন ও স্বাধীনতার প্রকৃত সুফল চায়। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। পরিচালনা করেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিউল আলম মিন্টু।

সভায় আরও বক্তব্য দেন—ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, মধুখালী বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিআই প্রমুখ।

আয়োজকদের দেওয়া তথ্যমতে, দোয়া মাহফিলে প্রায় দশ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!