বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর উপজেলা পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এই আয়োজন করে।
দোয়া পরিচালনা করেন গৌরীপুর বড় মসজিদের মোয়াজ্জিন হাফেজ আবু সাঈদ। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিসের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. ছোবহান সুলতান ও মেহেদী হাসান রতন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, যুগ্ম আহ্ব্যায়ক বেগ ফারুক আহাম্মেদ, নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদিন খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মৃধা, জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং যুবদল নেতা শোয়েব মুন্সীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

