মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাবে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্প সৃষ্টি হয়।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব সামান্য ঝাঁকুনি অনুভূত হওয়ায় অধিকাংশ মানুষ এই কম্পন টের পাননি।
যেখানে ভলকানো ডিসকভারি ভূমিকম্পটির উৎপত্তির গভীরতা জানাতে পারেনি, সেখানে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়—এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা সাম্প্রতিক বছরের অন্যতম তীব্র কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে।
ওইদিন ভূমিকম্পের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য—“এত শক্তিশালী ভূমিকম্প আগে দেখিনি।” বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসতে গিয়ে বহু জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নরসিংদীকে কেন্দ্র করে হওয়া ওই ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েক শ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

