ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বর্তমানে ছুটি কাটাচ্ছেন ইউরোপের মনোরম দেশ জর্জিয়ায়। শুটিং ও ব্যস্ত কর্মসূচির ফাঁকে নিজেকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তিনি জর্জিয়ার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে তোলা বেশ কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনলাইনে।
ছবিতে দেখা যায়, সাবিলা নূর এক লেকপাড়ে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ঠান্ডা আবহাওয়ার কারণে তার পরনে ছিল শীতকালীন কোট, আর চারপাশজুড়ে ছিল সবুজ প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “জর্জিয়া, যেখানে প্রতিটি বাঁকই যেন একেকটি পোস্টকার্ড।”
নেটিজেনদের অনেকেই সাবিলার স্টাইল ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। এক মন্তব্যে একজন লিখেছেন, “হাসিটা যেন আলো ছড়িয়ে দেয়,” আরেকজন ইংরেজিতে মন্তব্য করেছেন, “You look stunning — such elegance and grace!”

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই সাবিলা নূর নিজস্ব অভিনয়শৈলীতে দর্শকদের মন জয় করেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও স্টাইল নিয়েও তিনি প্রায়ই থাকেন আলোচনায়। বর্তমানে জর্জিয়া সফরের তার ভ্রমণ–ছবিগুলো নিয়েই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

