ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এস এন তরুন দে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া এবং বিশিষ্ট মুরুব্বি শেখ নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। এরপর ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক রাকিব মিয়া, যুবদল নেতা পারভেজ আলম, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউল্লা এবং সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক।
সমাপনীতে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

