বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়—সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত।
উক্ত বৃত্তি পরীক্ষায় উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শেরপুর সদর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ৭২৫ জন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

