দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে নবনিযুক্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগের মাধ্যমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এ সহকারী ব্যবস্থাপক এবং সহকারী কর্মকর্তা/উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে নবনিযুক্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী ভার্চুয়ালি যুক্ত হন। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকরা সেমিনার হলে উপস্থিত থেকে নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানান এবং তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

