AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‍‍`নোয়াখালী এক্সপ্রেস‍‍`


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৩ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‍‍`নোয়াখালী এক্সপ্রেস‍‍`

বিপিএলের ১২তম আসরের নিলাম আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে, যা আগে তিন দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার প্লেয়ার্স-ড্রাফটের পরিবর্তে নিলামে (অকশন) খেলোয়াড় বাছাই করা হবে। তবে আসন্ন আসরের আগে শুরুর থেকেই বিপিএলে নাটকীয়তা কমেনি।

প্রাথমিকভাবে ৫ দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন করে যুক্ত হয়েছে একটি দল। গত রাতেই দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দলটি লিগে অন্তর্ভুক্ত হয়েছে। দলের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, “রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিত করার খবর দিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।”

এর ফলে আগামী আসরে ৬টি দল নিয়ে বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে, সম্ভাব্য শুরু তারিখ ২৬ ডিসেম্বর এবং ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত হয়েছে। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে রয়েছে।

বিপিএলের ৬ দল (চূড়ান্ত তালিকা):

  • রংপুর রাইডার্স

  • ঢাকা ক্যাপিটালস

  • সিলেট টাইটান্স

  • রাজশাহী ওয়ারিয়র্স

  • চিটাগং রয়েলস

  • নোয়াখালী এক্সপ্রেস

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!