চট্টগ্রামের পটিয়ায় পুলিশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া থানার সামনে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, যাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দ্বীপঙ্করকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। তবে পুলিশ তাকে গ্রেফতার না দেখিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে নেতাকর্মীরা থানার সামনে স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, “আমরা দ্বীপঙ্করের গ্রেফতার দাবি করি। পুলিশের নির্লিপ্ততায় সবাই বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। হঠাৎ পুলিশ কয়েকটি ভ্যানে এসে আমাদের ওপর এলোপাতাড়ি লাঠিচার্জ করে। এতে অনেক নেতাকর্মী আহত হন। আমরা পটিয়া থানার ওসির পদত্যাগ চাই।”
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, “ঘটনার নিন্দা জানাচ্ছি। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা থানার সামনে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি।”
একুশে সংবাদ/স.ট/এ.জে