AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেদিন পারবো না, নিজেই জানিয়ে দেব-তাসকিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫৫ পিএম, ২২ জুন, ২০২২
যেদিন পারবো না, নিজেই জানিয়ে দেব-তাসকিন

জাতীয় দলে অভিষেকেই রাঙিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। এরপর মাশরাফি বিন মুর্তজা পরবর্তী সময়ে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের হাল ধরেছেন তাসকিন আহমেদ। কিন্তু ভাগ্যও যেন আইডল মাশরাফির মতো আচরণ করছে।

একের পর এক চোটের কারণে মাঠের থেকে বাইরেই বেশি কাটাতে হচ্ছে তাকে। চোট থেকে ফেরার অপেক্ষায় শেষ মুহূর্তে আবার পড়ছেন নতুন চোটে। তবে এসব নিয়ে একাবারে চিন্তিত নন তিনি। চোট থেকে ফিরে আগামী ২৪ জুন উইন্ডিজ সফরে যাবেন তাসকিন। 

চোট থেকে ফেরা ডানহাতি এই পেসার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে নিজের চোট মুক্তির সনদ নিতে পরীক্ষা দিতে হলো তাকে। আজ বুধবার দুপুরে মিরপুরে উচ্ছ্বসিত তাসকিন জানালেন, দেশের জন্য খেলে বারবার চোটে পরেও বিচলিত নন তিনি।

তাসকিন বলেন, ‘যেকোনো সময় যেকোন মুহূর্তে  ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন (হাসি)। তো এইটা আসলে ভয় পেয়ে লাভ নাই, ইনজুরি হতেই পারে। যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব। ইনজুরি হলে রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুড হন, তাহলে তো এটাও বলতে পারেন মুক্তিযোদ্ধোরা কেন শহিদ হয়েছে? দেশের জন্য খেলতে গিয়ে ইনজুড হতেই পারি। হলে আবার চেষ্টা করব এইটাই।’

চোট থেকে ফিরে ফর্মহীনতায় মাঝে দল থেকে ছিটকে যান তাসকিন। নাটকীয় প্রত্যবর্তনে আবার তো ফিরেছেনই, সঙ্গে হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। এখন তিন ফরম্যাটে টানা খেলতে গিয়ে আবার চাপ তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে তাসকিনের ভাষ্য, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই ভাই, সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমত খেলার রাইট টাইম। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আই নিড রেস্ট। যদি কখনও মনে হয় না ম্যানেজ করতে পারছি না তখন, কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷’

সঙ্গে যোগ করেন তাসকিন, ‘আসলে প্রত্যেকটা সিরিজই টাফ। ইনজুড থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালঞ্জ নিতেই হবে। ওভাবেই আগাব। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন। হাতে যা আছে তার পুরোটা দেব। এরপর ইনজুরি হলেও নিজেকে বোঝানো যায় আমি নিজের পুরোটা দিয়েছি।’

একুশে সংবাদ/এসএস

Link copied!