AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় অটোরিকশা চোর সন্দেহে নারীকে বেঁধে নির্যাতনের অভিযোগ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:৪৯ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

আশুলিয়ায় অটোরিকশা চোর সন্দেহে নারীকে বেঁধে নির্যাতনের অভিযোগ

ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে এক নারীকে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্লীবিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এখন পর্যন্ত নির্যাতনের শিকার নারী বা ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী বোরকা পরা এক নারীকে রাস্তায় ফেলে রশি দিয়ে হাত বেঁধে রেখেছেন এক ব্যক্তি। আশপাশে থাকা কয়েকজন তাকে ঘিরে প্রশ্ন করছিলেন যে, তিনি অটোরিকশা চোর কি না। নির্যাতনের শিকার নারী তখন নিজেকে নির্দোষ দাবি করে বারবার অনুনয় করছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি রশি ধরে টেনে-হিঁচড়ে তাকে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে লোকজন আবারও তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই নারী জানান, পেটের দায়ে তিনি যৌনকর্মী হিসেবে কাজ করেন, তবে চুরি করেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী স্থানীয় ব্যক্তি বলেন, “সকালে আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি এক নারীকে কয়েকজন বেঁধে মারধর করছে। আমি তাদের থামাতে বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। পরে ভিডিও করে চলে আসি। পরে জানতে পারি, ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।”

যোগাযোগ করলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল, তবে স্থানীয়রা তেমন কোনো তথ্য দিতে পারেনি। তবুও আমরা বিষয়টি তদন্ত করছি। ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!